আশ্রমপাড়ার ২৭তম বর্ষের জগদ্ধাত্রী পুজোর  উদ্বোধন 

IMG-20251028-WA0057

শিলিগুড়ি আশ্রমপাড়ার রাজু দাস এর ২৭তম বর্ষের জগদ্ধাত্রী পুজোর  উদ্বোধন হলো আজকে। মেয়র গৌতম দেব এই পুজোর উদ্বোধন করলেন। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার এমএমআইসি এবং কাউন্সিলরেরা। মেয়র গৌতম দেব দিন জানান আমাদের সবাইকে আসতে বলায় আমী কৃতজ্ঞ  শুভেচ্ছা এবং শুভকামনা থাকল রাজু দাস এবং তার জগদ্ধাত্রী পূজা কমিটিকে। শিলিগুড়িতে প্রচুর জগদ্ধাত্রী পূজা হচ্ছে, রাজু দাসের এই জগদ্ধাত্রী পুজো প্রচন্ড জনপ্রিয় এবং বিখ্যাত হয়েছে। আমি প্রতিবারই আসি উদ্বোধন করতে এবারও এসেছি। ভালো লাগে উদ্বোধনী অনুষ্ঠানে আসতে। ভালো লোক এসেছে দেখেও ভালো লাগে। ভালোভাবে পুজো হোক ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। জগদ্ধাত্রী পুজো  শিলিগুড়িতে প্রচন্ড জনপ্রিয় হয়েছে, প্রচুর মানুষ দেখতে বের হন। আমি সবাইকে শুভেচ্ছা জানাই।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement