জাল জন্ম-মৃত্যু শংসাপত্র তৈরির মামলায় প্রধান অভিযুক্ত গ্রেফতার

IMG-20251025-WA0107

শিলিগুড়ি: অবশেষে, খোরিবাড়িতে জাল জন্ম-মৃত্যু শংসাপত্র বিক্রির মামলায় প্রধান অভিযুক্ত পার্থ সাহাকে দার্জিলিং জেলা পুলিশ গ্রেপ্তার করেছে।
আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে স্বাস্থ্য বিভাগ পার্থ সাহার বিরুদ্ধে খোরিবাড়ি থানায় জাল জন্ম-মৃত্যু শংসাপত্র বিক্রির মামলায় অভিযোগ দায়ের করেছিল। তখন থেকেই পার্থ সাহা পলাতক ছিলেন।
জানা যায় যে, দু’দিন আগে খোরিবাড়ি থানার পুলিশ এই জাল সার্টিফিকেট কেলেঙ্কারির ধারাবাহিকতায় একজন ডেটা এন্ট্রি অপারেটরকে গ্রেপ্তার করেছিল। গ্রেফতারকৃত ব্যক্তির নাম নবজিৎ গুহ নিয়োগী। এবার প্রধান অভিযুক্ত পার্থ সাহাকেও গ্রেপ্তার করা হয়েছে।
ভুয়া জন্ম-মৃত্যু শংসাপত্র বিক্রির অভিযোগে রাজনৈতিক প্রতারণা শুরু হয়েছে। এই মামলায় বিজেপিও সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। বর্তমানে গ্রেফতারকৃত অভিযুক্ত পার্থ সাহাকে শিলিগুড়ি আদালতে হাজির করা হয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement