হোটেলের বক্স খাটের মধ্যে দেহ উদ্ধার যুবকের

IMG-20250428-WA0267

হোটেলের রুমে বক্স খাটের ভিতর থেকে উদ্ধার যুবকের দেহ। রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেল থেকে শুক্রবার তাঁর দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম রাহুল লাল। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, মৃত যুবক কলকাতার কলিন স্ট্রিট এলাকার বাসিন্দা৷ এদিকে ওই যুবকের সঙ্গে থাকা আর ২ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে পৌঁছেছে পার্কস্ট্রিট থানার পুলিশ। ওই যুবককে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারনা।
সূত্রে খবর, বুধবার (২২ অক্টোবর) বিকেলে নাগাদ তিন যুবক রফি আহমেদ কিদওয়াই রোডের এই হোটেলে ঘর ভাড়া নেন। কিছুক্ষণ পর একজন বেরিয়ে যান। তিনি আবার রাত ১১টা ২০ মিনিট নাগাদ হোটেলে ফেরেন। এরপর দ্বিতীয় যুবকের সঙ্গে বেরিয়ে যান। বৃস্পতিবার ওই রুমটি খোলা হয়নি। এরপর শুক্রবার সকালে একজন অতিথি ওই রুম ভাড়া নেন। তিনি রুমে ঢুকেই পচা গন্ধ পান। হোটেলের কর্মীরা ডাকেন। হোটেলের কর্মীরা তল্লাশি চালিয়ে বক্স খাটের মধ্যে যুবকের দেহ দেখতে পান। খবর পেয়েই আসে পার্কস্ট্রিট থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃত যুবকের মুখে, নাকে রক্ত জমাট বেঁধেছিল৷ আর সেই কারণেই তদন্তকারীদের ধারনা, ওই যুবককে খুন করা হয়েছে। এদিকে দেহে পচন ধরতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পার্কস্ট্রিট থানার পুলিশ।হোটেল কর্মীদের জিজ্ঞাসাবাদও করা হয়। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। ওই তিন যুবক কখন এসেছিলেন, তাঁদের সঙ্গে কেউ দেখা করতে এসেছিলেন কি না, সেইসব খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় যুবকের সঙ্গী এক ব্যক্তির ভূমিকা নিয়েই সন্দিহান পুলিশ৷ কারণ ওড়িশার বাসিন্দা ওই ব্যক্তি হোটেলে নিজের পরিচয়পত্র দিলেও নিজের সঙ্গী মৃত এই যুবকের কোনও পরিচয়পত্র হোটেলে দেননি বলে খবর৷ পাশাপাশি ঘরে তাঁরা মদ্যপান করেছিলেন বলেও তথ্য পেয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বয়ান লাল নামে হোটেলের রুম বুক করা হয়েছিল। আধার কার্ড দেওয়া হয়েছিল। তার ভিত্তিতে বয়ান লালের সঙ্গে পুলিশ যোগাযোগ করে। তিনি জীবিত রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। তাঁর আধার কার্ড কীভাবে ওই যুবকদের কাছে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে তদন্তে নেমে পার্ক স্ট্রিটের কলিং লেনের একটি ঠিকানাও পায় পুলিশ। যদিও সেই ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি বলেই জানানো হয়েছে পার্ক স্ট্রিট থানার তরফে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement