আবুধাবি: আবুধাবির বিজ্ঞাপনী দূত হিসেবে সম্প্রতি হিজাব পরে বিতর্কে জড়িয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এবার স্বামী রণবীর সিংকে নিয়ে আরব আমিরশাহীতে প্রকাশ্যে নতুন কাণ্ড ঘটিয়ে বসলেন অভিনেত্রী! তারকাদম্পতির যে ক্যামেরাবন্দি মুহূর্ত দেখে নেটপাড়ায় আপাতত শোরগোল। কী করলেন রণবীর-দীপিকা? আসলে আবু ধাবি ট্যুরিজমের প্রচারের জন্য রণবীর-দীপিকা এক বিজ্ঞাপনী ভিডিও শুট করেছেন। সেখানকার সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি বিশ্বের অন্যতম ‘শপিং হট স্পট’ হিসেবে আবু ধাবির বিভিন্ন জায়গাকে তুলে ধরা হয়েছে সেই বিজ্ঞাপনে। আর সেই বিজ্ঞাপনী ভিডিওতেই দুয়ার মা-বাবাকে দেখা গেল রোম্যান্টিক অবতারে। শেষবার ২০১৫ সালে ‘বাজিরাও মস্তানি’র সুবাদে রণবীর-দীপিকার অনস্ক্রিন রোম্যান্স দেখা গিয়েছিল। পরবর্তীতে ২০১৮ সালে ‘পদ্মাবত’ ছবিতে তারকাজুটি থাকলেও একে-অপরের বিরুদ্ধ শিবিরে দেখা গিয়েছিল তাঁদের। এরপর ২০২১ সালেও ‘৮৩ সিনেমায় দম্পতির ভূমিকায় দেখা যায় তাঁদের। তবে সেই স্পোর্টস ড্রামায় রণবীর-দীপিকাকে রোম্যান্টিক জুটি হিসেবে দেখা যায়নি। সেই প্রেক্ষিতে হিসেব কষলে, দশ বছর বাদে ক্যামেরার সামনে রোম্যান্সে মজলেন তাঁরা। যে বিজ্ঞাপনী ভিডিও ইতিমধ্যেই নেটপাড়ার আতসকাচে। বিজ্ঞাপনে কখনও স্বামী রণবীরকে আদর করে ‘জেমস বন্ড’-এর সঙ্গে তুলনা করতে দেখা গেল দীপিকাকে। আবার কখনও বা রেস্তরাঁয় নৈশভোজে গিয়ে দীপিকার দিকে মুগ্ধ নয়নে চেয়ে রইলেন রণবীর। পালটা স্ত্রীর আগুনে রূপের তারিফ করতেও অবশ্য ভুললেন না তিনি। বিজ্ঞাপনে রণবীর-দীপিকার এহেন রোম্যান্টিক ঝলকে যেন দুধের সাধ ঘোলে মেটালেন সিনে-অনুরাগীরা। প্রসঙ্গত, এর আগের বিজ্ঞাপনে দৃশ্যে দেখা যায় আবু ধাবির আইকনিক শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শনের সময়ে হিজাব পরে রয়েছেন দীপিকা। আর তা দেখেই রে-রে করে উঠেছিলেন নেটপাড়ার একাংশ। কারও মন্তব্য, ‘হিন্দু হয়ে হিজাব পরা সনাতন ধর্মের অপমান।’ কেউ বা আবার কন্যাসন্তানের উর্দুভাষী নাম রাখার প্রসঙ্গ উত্থাপন করেও কটাক্ষ করেন বলিউডের হাসিখুশি তারকাদম্পতিকে। আবার কারও কটাক্ষ, ‘হিন্দু হয়ে টিপ পরতে আপনাদের যত্ত বাধো-বাধো ঠেকে, আর হিজাব পরার ক্ষেত্রে কোনও ছুঁৎমার্গ নেই, তাই তো?’











