৫০ বছর পৌঁছেও সিঙ্গল মালাইকা 

IMG-20251024-WA0093

মুম্বই: গতবছর চব্বিশ সালেই অর্জুন-মালাইকার ছয় বছরের পোক্ত সম্পর্কে যতিচিহ্ন পড়েছে! যদিও নিজেদের বিচ্ছেদ প্রসঙ্গে কোনওদিনই খুল্লমখুল্লাভাবে মুখ খোলেননি তারকাজুটি, তবে ভাঙনের খবর কি আর বিটাউনে চাপা থাকে? সময়ের সঙ্গে অর্জুন-মালাইকার ব্রেকআপের খবরও চাউর হয়ে যায় বলিমহলে। তবে প্রেম ভাঙলেও বন্ধুত্ব বজায় রেখেছেন দুই তারকা। মালাইকার পিতৃবিয়োগের সময়ে পাশে থেকেছেন অর্জুন। আবার চলতি বছরের জুলাই মাসে অভিনেতার জন্মদিনে প্রকাশ্যেই শুভেচ্ছা জানাতে দেখা যায় মালাইকা অরোরাকে। এবার প্রাক্তন প্রেমিকার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে চর্চায় অর্জুন কাপুর। খোলসা করে বললে, নেটভুবনে বেধড়ক ট্রোলের শিকার হতে হচ্ছে অভিনেতাকে। অভিনেত্রীর জন্মদিনের শুভেচ্ছাবার্তায় কী এমন লিখেছিলেন অর্জুন? মালাইকার অদেখা ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, ‘শুভ জন্মদিন মালাইকা। এভাবেই হাসতে থাকো, গর্জন করতে থাকো আর খুঁজতে থাকো।’ মালাইকার প্রাক্তন প্রেমিকের এহেন শুভেচ্ছাবার্তা ভাইরাল হতেই নেটভুবনে কৌতূহল, তাহলে কি ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগতে চলেছে? সেই উত্তর আপাতত সময়ের গর্ভে লুকিয়ে থাকলেও অর্জুনের শুভেচ্ছাবার্তার শেষ অংশ নিয়ে তুমুল চর্চা জারি! একাংশ প্রস্ন ছুড়েছেন, ‘মালাইকাকে কী খুঁজতে বললেন আপনি?’ কারও কৌতূহল, ‘আপনি কি মালাইকাকে নতুন প্রেমিক খোঁজার পরামর্শ দিলেন?’ কেউ কেউ আবার এহেন শুভেচ্ছাবার্তায় মান-অভিমানের গন্ধও পাচ্ছেন! তাঁদের দাবি, ‘খুঁজতে থাকার পরামর্শ দিয়ে কি প্রাক্তন মালাইকাকে পরোক্ষভাবে বিঁধলেন অর্জুন?’ এহেন নানা মন্তব্যে ছয়লাপ সোশাল পাড়া! বলা ভালো, প্রাক্তন প্রেমিকার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বেশ বিপাকেই পড়েছেন অর্জুন কাপুর। যার জন্যে ট্রোলের শিকারও হতে হচ্ছে অভিনেতাকে। বৃহস্পতিবার ৫০ ছুঁয়েছেন মালাইকা অরোরা। হাফ সেঞ্চুরি হাঁকিয়ে আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন অভিনেত্রী। এমনকী মালাইকার ‘আসল বয়স’ নিয়েও এদিন দিনভর নেটপাড়ায় তুমুল চর্চা হয়েছে। একাংশ সন্দেহপ্রকাশ করেছেন অভিনেত্রীর বয়স নিয়ে। কেউ বা আবার পঞ্চাশ ছুঁয়েও ‘চাবুক ফিগার’ ধরে রাখার জন্য অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়েছেন। তবে বয়স-বিতর্ক উড়িয়ে নিজের জন্মদিনের উদযাপনে মেতেছেন মালাইকা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement