শিলিগুড়ি: ভাইফোঁটা দিলেন মেয়র তার নিজের সেজদিদির কাছ থেকে ভাইফোঁটা মেয়র এর, মেয়র গৌতম দেব বাদ গেলেন না মেয়র জানালেন আমি নিজে দিদি এবং ভাই এর সম্পর্ক গুলোকে ভীষন মানি, আমার কাছে একটা আলাদা গুরুত্ব আছে এই ভাই এবং বোনের সম্পর্কের। আজকে যেন মনে হচ্ছে আমার নিজের একটা জায়গা হল। নিজেই জানালেন মেয়র, দিদির কাছ থেকে ভাইফোঁটা নিয়ে খাওয়া দাওয়া করে মেয়র জানালেন আমার কাছ এই সম্পর্কের মূল্য অনেক তাই আজকের দিনে সব কাজ ফেলে দিয়ে আমি এখানে আসলাম। মেয়র আরো জানালেন আমি নিজে সারা বছর ধরে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকি শুধুমাত্র এই দিনটার জন্য।










