সুশান্ত আত্মহত্যাই করেছিলেন, সিবিআই-এর ক্লোজার রিপোর্টে অসন্তুষ্ট পরিবার

IMG-20251023-WA0111

মুম্বই: ২০২০ সালে ১৪ জুন প্রয়াত হন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যুর পর থেকে নানা অভিযোগের তীর উঠে এসেছে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর দিকে। সুশান্তের পরিবারের তরফে বারবার দাবি করা হয় সুশান্ত আত্মহত্যা করেননি। তাঁকে এই পথ বেছে নেওয়ার জন্যও প্ররোচনা দেওয়া হয়েছে। এবার সুশান্তের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে অন্য পদক্ষেপ করবে পরিবার। এর আগে এই মামলার ক্লোজার রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই। সেই ক্লোজার রিপোর্টে জানানো হয়েছিল সুশান্তের মৃত্যুর তদন্তে এমন কোনও প্রমাণ নেই যেখানে প্রমাণিত হয় যে সুশান্তকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছিল বা তাঁকে আটকে রেখেছিল, এমন কোনও প্রমাণ মেলেনি। শুধু তাই নয়, সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকেও ক্লিন চিট দিয়েছিল সিবিআই। তবে এই রিপোর্ট মানতে নারাজ সুশান্তের পরিবার। তাঁর পরিবারের সদস্যদের দাবি সিবিআইয়ের তরফে দেওয়া এই রিপোর্ট প্রহসন। যা তাঁরা মানেন না। আর তাই এই রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে এর বিরুদ্ধে ফের লড়াই করবেন তাঁরা। অভিযোগের আঙুল তুলেহেন তাঁরা রিয়ার দিকেও। সুশান্তের পরিবারের আইনজীবী প্রসঙ্গে বলেছেন, ‘সিবিআই যদি সত্যিই তদন্তের ফলপ্রকাশ করতে চাইত তাহলে সমস্ত নথি ক্লোজার রিপোর্টের সঙ্গে প্রকাশ করত। তা করা হয়নি। এই রিপোর্টের বিরুদ্ধে আমরা লড়ব। ২০২০ সালে সুশান্তের মৃত্যুর পর প্রাথমিক তদন্তে তাঁর মৃত্যু আত্মহত্যা হিসেবেই চিহ্নিত করা হয়েছিল। তাঁর মৃত্যুর পর মাদক ব্যবহার, প্ররোচনা সংক্রান্ত নানা বিষয় নিয়ে অভিযোগের তীর ছিল রিয়ার বিরুদ্ধে। অভিনেতার মৃত্যুর ছ’দিন পর গ্রেপতার হন রিয়াও। কিছু সময় রিয়া জেলেও ছিলেন। এবার এই মামলায় সুশান্তের পরিবার কী পদক্ষেপ করে এখন তাই দেখার।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement