মুম্বই: কখনও শাহরুখ তো কখনও সলমন, খানেদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন ‘দাবাং’ পরিচালক অভিনব কাশ্যপ। কিছুদিন আগেই একহাত নিয়েছিলেন সলমনকে। এবার শাহরুখকে নিয়ে মন্তব্য করলেন পরিচালক। কয়েকদিন আগের ঘটনা, শাহরুখকে নিয়ে অভিনব বলেন যে, “শাহরুখ শুধু নিতেই পারেন। সমাজের কাউকে কিছু দেওয়ার ক্ষমতা ওর নেই। আসলে বলিউডে এমন একটা চিন্তাধারা রয়েছে যা আমি একেবারেই বিশ্বাস করি না। আর সেই বিশ্বাস হল সিনেমা ভালো হলে তার সমস্ত কৃতিত্ব হয় নায়কের। আর সিনেমা যদি হিট না হয় তাহলে তা পরিচালকের দোষ। এই ভাবনার অবসান হোক আমি এটাই চাই। এটা একপ্রকার জিহাদি মানসিকতা।” এই মন্তব্য করার পর তা নিয়ে জলঘোলা হলে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এর সাফাই দিয়ে অভিনব বলেন, ‘আমি কাউকে আক্রমণ করতে চাইনি। অভিনব আর বলেন, ‘ আমি শাহরুখ, সলমন, আমির তিনজনের সঙ্গেই কাজ করে দেখেছি। এবং তিনজনেই ওরা একই মানসিকতা পোষণ করে। সলমন গায়ের জোরে সবটা পেতে চায়। শাহরুখ তা করে না। ও এত অসভ্য নয়। ও যেটা করে তা হল ছবির আইডিয়া চুরি করে নেয়। আমি ভেবেছিলাম আমার ছবিতে অভিনয়ের সময়, শাহরুখ অভিনয় ছাড়া আর কিছুতেই নাক গলাবেন না। কিন্তু তিনি তা হয়নি। কারণ আমি যে ছবির প্রস্তাব দিয়েছিলাম তা শাহরুখ তাঁর প্রযোজনা সংস্থা থেকে করতে চেয়েছিলেন।” অভিনব এছাড়াও বলেন যে, শাহরুখ নাকি তাঁর ও সলমনের মধ্যেকার যে দ্বন্দ্ব তার মধ্যস্ততা করে সেই সমস্ত সমস্যার সমাধানে মধ্যস্থতা করেছিলেন। একইসং তিনি বলেন, “শাহরুখের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি এমন অনেক কিছু জানি যা প্রকাশ্যে আনলে সমস্যায় পড়বে শাহরুখ। কিন্তু আমি চাই না আমার কারণে ওর সংসার ভাঙুক।’











