কাবুল: পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের উরগুন জেলায় তিন স্থানীয় ক্রিকেটারসহ বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘এসিবি উরগুন জেলার সাহসী ক্রিকেটারদের নৃশংস হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করছে। শুক্রবার সন্ধ্যায় পাকিস্তানি বিমান হামলায় তারা নিহত হয়েছেন।’ নিহত খেলোয়াড়দের মধ্যে রয়েছেন কবির, সিবঘাতুল্লাহ ও হারুন। এছাড়া আরো পাঁচজন নিহত হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন। এসিবি জানিয়েছে, খেলোয়াড়রা শারানায় একটি প্রীতি ক্রিকেট ম্যাচ খেলার পর বাড়ি ফেরার সময় হামলার শিকার হন।
এসিবি এই হামলাকে আফগানিস্তানের ক্রীড়া সম্প্রদায় এবং বিস্তৃত ক্রিকেট পরিবারের জন্য একটি বড় ক্ষতি হিসেবে বর্ণনা করেছে। তারা নিহতদের পরিবার এবং পাকতিকা প্রদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে। ঘটনার প্রতিক্রিয়ায় এবং নিহতদের প্রতি সম্মান জানাতে, এসিবি নভেম্বরের শেষের দিকে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার অংশগ্রহণে অনুষ্ঠিতব্য তিন দেশের টি-২০ সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করছে।








