রাজনৈতিক কাজকর্মে দিনরাত ব্যস্ত। তার ফাঁকে স্বাস্থ্যচর্চা করতে ভোলেন না। জিমের পোশাকে মিরর সেলফি পোস্টের পর থেকে সেকথা আর কারও অজানা নয়। শনিবার আবার স্নিকার্স পরা পায়ের ছবি পোস্ট করলেন অভিষেক। ইনস্টা স্টোরিতে সঙ্গে লিখলেন, “যতক্ষণ না লক্ষ্যপূরণ হচ্ছে, দৌড়ে চলো।”