ছত্তিশগড়ের কুমোরের ‘ম্যাজিক প্রদীপ’

IMG-20251018-WA0073

রায়পুর: ছত্তিশগড়ের কুমোরের ‘ম্যাজিক প্রদীপ’ টানা ২৪ ঘণ্টা জ্বলে, দীপাবলির আগে দেশজুড়ে চাহিদা এখন আকাশছোঁয়া ছত্তিশগড়ের কোন্ডাগাঁও জেলার এক ছোট গ্রামে বসে ৬২ বছর বয়সী কুমোর অশোক চক্রধারী এখন সারা দেশে পরিচিত নাম। বহু প্রজন্ম ধরে মাটির কাজ করা এই কারিগরের নিজের দোকান পর্যন্ত নেই। গ্রামের মানুষ সরাসরি তাঁর বাড়িতে এসে কেনেন তাঁর হাতে গড়া শিল্পকর্ম।
অশোকবাবু বলেন, “এই কাজ আমার পূর্বপুরুষের। ছোটবেলা থেকেই মাটির সঙ্গে মিশে আছি। এটিই আমার জীবিকা, এটিই আমার ভালোবাসা।” তাঁর তিন মেয়ে পড়াশোনার পাশাপাশি বাবাকে সাহায্য করে, এবং তাদের মধ্যেও এই শিল্পের ছোঁয়া রয়েছে।
২০১৯ সালে দীপাবলির ঠিক আগে অশোকবাবুর মাথায় আসে এক অভিনব ভাবনা। ইউটিউবে একটি ভিডিও দেখে তিনি ভাবেন এমন একটি প্রদীপ বানাবেন যা নিজে থেকেই দীর্ঘক্ষণ জ্বলবে এবং তেল ফুরোবে না। কয়েকবার চেষ্টা-পরীক্ষার পর এক সপ্তাহের মধ্যেই তৈরি করেন এমন একটি প্রদীপ, যাতে তেলের জন্য একটি ছোট ট্যাঙ্ক থাকে। ফলে একটানা ২৪ ঘণ্টা পর্যন্ত আলো জ্বালিয়ে রাখতে পারে এই ‘ম্যাজিক প্রদীপ’।
প্রথম বছর তিনি প্রায় ১০০টি প্রদীপ বিক্রি করেন। পরের বছর দুর্গাপূজার সময় বিক্রি বেড়ে যায় দ্বিগুণেরও বেশি। প্রতিটি প্রদীপের দাম ২০০ টাকা। এরপর যখন তিনি তাঁর প্রদীপের ভিডিও ফেসবুকে পোস্ট করেন, তখন থেকেই দেশজুড়ে হাজার হাজার অর্ডার আসতে শুরু করে। এখন তাঁর ‘ম্যাজিক ল্যাম্প’ দীপাবলির অন্যতম আকর্ষণ। কেউ একে বলছেন উদ্ভাবনের প্রতীক, কেউবা ঐতিহ্য ও প্রযুক্তির মেলবন্ধন। অশোকবাবু বলেন, “আমি চাই এই শিল্পটা আরও এগিয়ে যাক। আমাদের গ্রামের মানুষ যেন নিজের হাতে কিছু বানিয়ে জীবিকা অর্জন করতে পারে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement