শিলিগুড়ি: বড়সড় সাফল্য পেল মাটিগাড়া পুলিশ। স্পা এর আড়ালে দিনের পর দিন শিলিগুড়ি মাটিগাড়ার মার্কেট এলাকায় চলছিল মধুচক্র, খবর পেয়ে আজ সেখানে পৌঁছে গিয়ে দুই মহিলাকে হাতেনাতে গ্রেপ্তার করল পুলিশ। বহুদিন ধরে ওই এলাকায় স্পা এর নাম করে মধুচক্রের ব্যবসা চলছিল। বড় বড় কাগজে বিজ্ঞাপন দেওয়া হতো, আড়ালে কি চলত একেবারেই বুঝতে পারা যেত না। রীতিমতো ঝকঝকে স্পা এর ভিতর আসল কি চলত তা বাইরে থাকা মানুষের সাধ্যের আড়ালে ছিল। লাখ লাখ টাকার ব্যবসা হত ওখানে। রীতিমত বড়লোক ঘরের মহিলাদের আনাগোনা ছিল স্পা তে। খবর ছিল অনেকদিন ধরেই, অবশেষে আজকে একেবারে হাতেনাতে ধরে ফেলল পুলিশ। ওই দুই মহিলার বাড়ি বিহারে। শিলিগুড়ির প্রধান নগর এলাকায় বহুদিন ধরে বসবাস করত। এই ব্যবসার আড়ালে তারা প্রচুর টাকা উপার্জন করে ফেলেছিল। আজ তাদের গ্রেফতার করে আদালতে চালান করল পুলিশ।