শিলিগুড়ি: আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নাবালিকাকে বিয়ে দেওয়ার অপরাধে বর ও পুরোহিতকে থানায় নিয়ে গেল পুলিশ, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শিলিগুড়ির এনজেপি থানার অন্তর্গত অম্বিকা নগরে। পুরোহিতের বাড়িতে লুকিয়ে চলছিল নাবালিকার বিয়ের কাজ। ছেলের বাড়ি অম্বিকানগরে এবং মেয়েটি তার পাশেই থাকে। ছেলেটি মেয়েটির বাবাকে টাকা পয়সা দিয়ে টাকার লোভ দেখিয়ে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটির বাবা-মা প্রথমে রাজি না হলেও পরে পুরোহিতের কথায় টাকার লোভে রাজি হয়ে যায়। এই বিয়ে কোথাও নিরাপদ নয় পুরোহিত পরামর্শ দেয় তার বাড়িতেই এই বিয়ে হোক। ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ি এক কথায় রাজি হয়ে যায়। কিন্তু কোনভাবে ওই মেয়েটির বান্ধবী এই বিষয়টির কথা জেনে যায়। এবং শেষে সে তার বাবা-মাকে জানায় তার বাবা মা সাথে সাথে এই কথা পুলিশকে জানিয়ে দেয়। ঘটনাস্থলে ওই পুরোহিতের বাড়িতে বিয়ে হবার আগেই পুলিশ পৌঁছে যায়। এবং সাথে সাথে গ্রেফতার করে ওই পাত্র তার বাবা-মা এবং পুরোহিত কে পুরোহিত জানায় তার দোষ নেই, কাকে ভয় দেখিয়ে এই কাজ করা হয়েছে। তবে পুলিশ সবাইকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে এনজিপি ফাড়িতে নিয়ে গেছে।