নিউ বারাকপুরে শব্দবাজি বাজেয়াপ্ত, ধৃত ১

IMG-20251017-WA0047

নববারাকপুর: নিষিদ্ধ শব্দবাজি ব্যবহার বন্ধে পুলিশি অভিযান চলছে জোরকদমে। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নিউ ব্যারাকপুর থানার অধীনস্থ বিশরপাড়া স্টেশন রোড এলাকায় সুশীল বিল্ডার্সের পাশে একটি অস্থায়ী দোকানে পুলিশ অভিযান চালিয়ে গুরুদাস পাল (৩৮) পিতা গণেশ পাল নামক এক যুবক কে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়ি ঘোলা থানার যুগবেড়িয়া মুড়াগাছা টালিভাটা এলাকায়। বাজেয়াপ্ত আনুমানিক ১৫ কেজি নিষিদ্ধ বাজি বা আতশবাজি। ধৃতের বিরুদ্ধে ২৮৭/২৮৮ বি.এন.এস  এবং ২৪/২৬ ধারায় পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিস অ্যাক্ট-এর অধীনে মামলা রুজু করে পুলিশ।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement