কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে তৃণমূল কংগ্রেসের কুমারগ্রাম ব্লক কমিটির ব্যবস্থাপনায় বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হল। এদিন বিজয়া সম্মিলনী উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর মঞ্চে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক, তৃণমূলের রাজ্য সম্পাদক তথা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, দলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা সহ অন্যরা। এদিন বিজয়া সম্মিলনীর মঞ্চে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত পরিবেশিত হয়। এছাড়াও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। কুমারগ্রাম ব্লকের অন্তর্গত ১১টি গ্রাম পঞ্চায়েতের নেতা-কর্মীরা বিজয়া সম্মিলনীতে অংশগ্রহণ করেন। আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয় নেতা-কর্মীদের।