রুশ সেনা ‘পরিকল্পনা মাফিক’ জ়াপোরিজ়িয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বিচ্ছিন্ন করেছে বলে অভিযোগ তুলল ইউক্রেন। রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় ভূখণ্ডের লাগোয়া ওই পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপন্ন বিদ্যুতের দখল নেওয়ার উদ্দেশ্যেই এই পরিকল্পনা বলে আশঙ্কা করছে ভলোদিমির জ়েলেনস্কির সরকার।