খোয়ারডাঙায় তৃণমূল কংগ্রেসের সভা অনুষ্ঠিত হল

tmc-indian-national-flag

কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙায় তৃণমূল কংগ্রেসের খোয়ারডাঙা-১ নম্বর অঞ্চলের সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কুমারগ্রাম ব্লক সভাপতি সুদয় নার্জিনারি, দলের খোয়ারডাঙা-১ অঞ্চল সভাপতি অঙ্কুর ঈশ্বরারী, অঞ্চল চেয়ারম্যান তপন সরকার, খোয়ারডাঙা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাকলি রায় সহ অন্যরা। জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার দলের তরফে কামাখ্যাগুড়িতে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হবে। বিজয়া সম্মিলনীকে সামনে রেখে এদিন ওই সভাটি করা হয়েছে। সাংগঠনিক নানা বিষয় ও আগামীদের কর্মসূচি নিয়েও সভায় আলোচনা হয়।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement