বারবিশার লস্করপাড়া দেবী সংঘ ক্লাবের কালীপুজোর খুঁটিপুজো 

IMG-20251014-WA0034

কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের বারবিশার লস্করপাড়ার দেবী সংঘ ক্লাবের কালীপুজোর খুঁটিপুজো অনুষ্ঠিত হল। জানা গিয়েছে, দেবী সংঘ ক্লাবের ব্যবস্থাপনায় এই বছর তৃতীয় বর্ষ কালীপুজো অনুষ্ঠিত হবে। এলাকার কয়েকজন যুবক মিলে ২০২৩ সালে এই পুজোর সূচনা করেন। তৃতীয় বর্ষ কালীপুজোর খুঁটিপুজোতে ক্লাবের সদস্য ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নিয়ম-নিষ্ঠা সহকারে, পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে খুঁটিপুজো সম্পন্ন হয়েছে। লস্করপাড়ার দেবী সংঘ ক্লাবের তরফে দেবজিৎ দাস বলেন, ‘আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে কালীপুজো। পরবর্তীতে ক্লাবের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হবে। এলাকার সর্বস্তরের সাধারণ মানুষকে তৃতীয় বর্ষ কালীপুজোতে আমরা আমন্ত্রণ জানাচ্ছি।’

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement