দুর্গাপুরের নির্যাতিতার সঙ্গে দেখা করলেন রাজ্যপাল

Screenshot_20251013_235941_Google

দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার নির্যাতিতার সঙ্গে দেখা করতে রেলপথে দুর্গাপুর যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। হাসপাতালে গিয়ে কথা বললেন নির্যাতিতার সঙ্গে। অভিযুক্তদের কঠোরতম শাস্তির আশ্বাসও দেন তিনি।
গত শুক্রবার, ১০ অক্টোবর দুর্গাপুরের পরাণগঞ্জে বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। রাত ৮টা নাগাদ বন্ধুর সঙ্গে খাবার কিনতে ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন ওড়িশার বাসিন্দা ওই ছাত্রী। তখনই তিনি নির্যাতনের শিকার হন বলে জানা যায়। অভিযোগ, পরাণগঞ্জে জঙ্গলের জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে ছাত্রীকে গণধর্ষণ করা হয়। শনিবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। রাস্তায় নেমে ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ থেকে ছাত্রসমাজ। বিষয়টা প্রকাশ্যে আসতেই ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়েছিল জেলা পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আশ্বাস দিয়েছিলেন, জড়িতরা কড়া শাস্তি পাবেই। এবার নির্যাতিতা ও তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন খোদ রাজ্যপাল। এদিকে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে সব অভিযুক্তই। এদিকে অভিযুক্তরা গ্রেপ্তার হলেও আতঙ্ক পিছু ছাড়ছে না নির্যাতিতার পরিবারের। সূত্রের খবর, সেই কারণেই জবানবন্দি রেকর্ড হয়ে গেলেই মেয়েকে ওড়িশা ফিরিয়ে নিয়ে যাবেন বলে জানিয়েছেন নির্যাতিতার বাবা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement