হার্দিকের নতুন বান্ধবীকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া

IMG-20251013-WA0114

মালদ্বীপ: হার্দিক পাণ্ডিয়ার জীবনে নতুন নারী। নতুন বান্ধবীর সঙ্গে জন্মদিন পালন করলেন ভারতীয় অলরাউন্ডার। ১১ অক্টোবর ৩২তম জন্মদিন ছিল হার্দিকের। সেদিনই গার্লফ্রেন্ড মাহিকা শর্মার ছবি প্রকাশ্যে আনেন তারকা ক্রিকেটার। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। ভারতের এশিয়া কাপ জয়ের পর ছুটির মেজাজে আছেন হার্দিক। ইনস্টাগ্রামে সমুদ্র সৈকতে জন্মদিন পালনের ছবি দেন। সম্ভবত মালদ্বীপের ছবি। সেই ছবিতে স্পষ্ট মাহিকাকে দেখা যাচ্ছে। বান্ধবীর ছবি প্রকাশ্যে দেওয়ায় আশা করা যাচ্ছে, সম্পর্কে সিলমোহর দিলেন হার্দিক। সেলিব্রেশন দেখে মনে হচ্ছে, দু’জনের ঘনিষ্ট সম্পর্ক। পুরোপুরি একান্তে জন্মদিন পালন করেন এই নতুন যুগল। কয়েকদিন ধরেই হার্দিকের সঙ্গে এই মডেলের নাম জড়ানো হচ্ছে। তারপর থেকেই মাহিকার সঙ্গে একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তারকা ক্রিকেটার। তারমধ্যে রয়েছে দু’জনের একটি ঘনিষ্ঠ ছবিও। সেই ছবিতে নতুন বান্ধবীর কাঁধে হাত রয়েছে হার্দিকের। অন্য একটি ছবিতে রাতের পার্টির পোশাকে দেখা যায় দু’জনকে। তারকা ক্রিকেটার যে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছে, তাতে একটি চকলেট কেকের ছবিও রয়েছে। তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, সুপারস্টার বয়ফ্রেন্ডের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছেন মাহিকা। সমুদ্র সৈকতে হাতে হাত রেখে হাঁটতেও দেখা যায় দু’জনকে। হার্দিকের শেয়ার করা বেশ কয়েকটা ছবিতে তাঁর ছেলে আগস্ত, তাঁর প্রাক্তন স্ত্রী এবং মাকেও দেখা যায়।কে এই মাহিকা শর্মা? তিনি ২৪ বছরের মডেল এবং ইনফ্লুয়েন্সার। যিনি কয়েকজন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনারের সঙ্গে কাজ করেছেন। বেশ কয়েকদিন ধরে তাঁদের ডেটিংয়ের গুজব রটছে। হার্দিকের বার্থ ডে ট্রিপের আগে মুম্বই বিমানবন্দরে প্রথমবার দু’জনকে একসঙ্গে দেখা যায়। ২০২৪ ইন্ডিয়ান ফ্যাশন অ্যাওয়ার্ডে বছরের সেরা মডেল হন তিনি। এলি ম্যাগাজিনে সিজেনের মডেল হন। এছাড়াও মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্মে কাজ করেছেন তিনি। তানিস্ক, ভিভো এবং ইউনিক লোর মতো প্রখ্যাত ব্র্যান্ডের হয়ে মডেলিং করেন মাহিকা। 

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement