জলপাইগুড়ি: একদিকে নিরাপত্তা, অন্যেদিকে ত্রান জলপাইগুড়ি পুলিশ এর চেহারা যেন একেবারেই বদলিয়েছে, গত তিনদিন ধরেই কি না করে চলেছেন তারা, বিপদে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করা যেন জলপাইগুড়ি পুলিশ এর এক অসাধারন দায়িত্ব। যেভাবে তারা অসহায় মানুষের পাশে দাড়ালেন কোনো প্রশংসা যথেষ্ট নয়। ছোটবড়ো সব পুলিশ অফিসার যেন এক সূত্রে গাঁথা হয়ে গেছেন। জলপাইগুড়ি এবং ময়নাগুড়ি দুই জায়গায় পুলিশ এর কাজে মুগ্ধ সাধারন মানুষ। অনেকেই বলছেন এই ভূমিকা পুলিশ কে নতুনভাবে চেনালো।