শিলিগুড়ি: মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ধূপগুড়িতে ত্রাণসামগ্রী দিতে মেয়র গৌতম দেব গতরাতে ধাপারডাঙায় ত্রাণ শিবির পরিদর্শন করলেন তিনি। আজকে সমস্যাসঙ্কুল ডায়না নদী বোটে পার হয়ে টুন্ডু ডিভিশন, বাংলালাইন, ডায়নালাইন এবং বামনডাঙা মেইন ডিভিশনে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেই এবং এলাকার অবস্থা সরেজমিনে পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। তিনি জানান এই পরিদর্শনের রিপোর্ট আজই শ্রদ্ধেয়া মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দেওয়া হবে। তিনি আরো জানান মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যতটা পারা যায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে। পরিস্থিতির উদ্বেগ জনক নয় তবে আমাদের অনেক বড় বড় দায়িত্ব পালন করে যেতে হবে।