জুবিন গার্গের মৃত্যু নিয়ে ক্রমশ তৈরি হচ্ছে ধোঁয়াশা। এই মুহূর্তে ঘটনার তদন্তভার বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) হাতে। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন চারজন। এর মধ্যেই প্রকাশ্যে আর এক বিস্ফোরক তথ্য। জ়ুবিনের মৃত্যুর আগে তাঁর দুই ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি টাকার লেনদেন হয়েছিল। এই তথ্য সামনে আসার পরে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইডি-র (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) কাছে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন। জুবিনের মৃত্যুর ঘটনায় কোনও আর্থিক বিষয় জড়িত কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখতে বলা হয়েছে। হিমন্ত এক সাক্ষাৎকারে বলেছেন, “আশা করি কেন্দ্রীয় সংস্থা এই বিষয়টি খতিয়ে দেখবে।”জুবিনের ঘটনায় এসআইটি গ্রেফতার করেছে প্রয়াত গায়কের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মাকে। সিদ্ধার্থ ছাড়া জ়ুবিনের ব্যান্ডের সদস্য শেখরজ্যোতি গোস্বামীকেও গ্রেফতার করেছে এসআইটি। ‘নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মহান্ত ও আর এক সঙ্গীতশিল্পী অমৃতপ্রভ মহান্তকেও গ্রেফতার করা হয়েছে।