পাক অধিনায়ক ফতিমা সানার সঙ্গে হাত মেলালেন না ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর

IMG-20251005-WA0159

নয়াদিল্লি: পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানার সঙ্গে হাত মেলালেন না হরমনপ্রীত কৌর। মহিলাদের এক দিনের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আগ্রহ বেড়েছিল গত এশিয়া কাপের বিতর্কের পর। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে সূর্যকুমার যাদবের মতো হরমনপ্রীতও এড়িয়ে গেলেন পাক অধিনায়ককে। টসের জন্য বেশ কিছু ক্ষণ পাশাপাশি দাঁড়িয়ে থাকলেও ফতিমার দিকে ফিরেও তাকালেন না হরমনপ্রীত। তবে কোনও একটি ঘটনায় দুই অধিনায়ককেই হাসতে দেখা গিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগেই হরমনপ্রীতদের পরামর্শ দিয়েছিল পাক ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর। সেইমতো হরমনপ্রীত হাত মেলাননি ফতিমার সঙ্গে। তবে টসের সময় পরিবেশ ছিল তুলনায় হালকা। অন্তত গত এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের তুলনায় অনেকটাই স্বাভাবিক ছিল পরিবেশ। সম্ভবত অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছিলেন আয়োজকেরা। কারণ দু’দলের কোনও অধিনায়ককেই করমর্দন করার উদ্যোগ নিতে দেখা যায়নি। গত তিনটি রবিবার এশিয়া কাপে সূর্যকুমারেরা মুখোমুখি হয়েছিলেন সলমন আলি আঘার দলের। তিনটি ম্যাচেই জিতেছে ভারতীয় দল। ফলে টানা চারটি রবিবার ২২ গজে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। সূর্যকুমারদের মতো হরমনপ্রীতেরাও জয়ের ধারা অব্যাহত রাখতে পারবেন কি না, তা জানার জন্য কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। তবে এশিয়া কাপের বিতর্ক বিশ্বকাপেও অব্যাহত থাকল। 

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement