মুম্বইয়ের ছবিশিকারিদের সঙ্গে অম্লমধুর সম্পর্ক জয়া বচ্চনের। সমাজমাধ্যমে অনেক সময় সেই ভিডিয়ো দেখতে পাওয়া যায়। ভিডিয়োয় প্রকাশ্যে চেঁচামেচি করতেও দেখা গিয়েছে জয়াকে। শুধু তাই নয়, সম্প্রতি দিল্লিতে এক অনুরাগী ছবি তুলতে গেলে তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। এবার জয়ার জুতোয় পা গলালেন হেমা মালিনী। অভিনেত্রীর ব্যবহার দেখে তুলনা টানা হল জয়ার সঙ্গে! এমনিতেই অল্পভাষী হেমা মালিনী। প্রকাশ্যে রাগারাগি করতেও খুব একটা দেখা যায় না তাঁকে। যদিও সংসদ ভবনে বেশ কয়েকবার রেগে গিয়েছিলেন। তবে অনুরাগীদের সামনে সদা হাসিখুশি থাকেন হেমা। কিন্তু, এ বার আর মেজাজ ধরে রাখতে পারলেন না তিনি। সম্প্রতি নবরাত্রির অনুষ্ঠানে যান হেমা, সেখানে অনুরাগীরা তাঁকে ঘিরে ধরেন ছবি তোলার আশায়। অনেকেই চেষ্টা করেন ছবি তোলার। কিন্তু, হেমার মুখে হাসি নেই। এক অনুরাগী ক্যামেরা খুলে হেমার সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন। আগের মুহূর্তেই মুখে হাসি ছিল অভিনেত্রীর। কিন্তু, ক্যামেরা দেখামাত্রই গম্ভীর হয়ে মুখ ঘুরিয়ে নেন তিনি। এই ভিডিয়ো ভাইরাল হতেই অভিনেত্রীকে নিয়ে সমালোচনা নেটপাড়ায়। ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ।