ভেঙে পড়ল হোলং নদীর কাঠের সেতু, অনেক পর্যটক আটকা

IMG-20251005-WA0089

মাদারিহাট: শনিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। বৃষ্টির জেরে কমবেশি প্রায় সব নদীতেই জলস্তর বেড়েছে। আর এবার জলের তোড়েই ভেঙে পড়ল হলং নদীর উপরে থাকা কাঠের সেতু।
জানা গিয়েছে, রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ হঠাৎই কাঠের সেতুটির প্রায় ৩০ মিটার অংশ ভেঙে পড়ে। এই ঘটনায় আটকে পড়েছেন জলদাপাড়া টুরিস্ট লজে থাকা প্রায় শতাধিক পর্যটক। কারণ এই হলং নদীর উপরে থাকা কাঠের সেতুটিই হল জলদাপাড়া টুরিস্ট লজে যাওয়ার একমাত্র পথ। এই সেতু দিয়েই প্রতিদিন বহু পর্যটকরা জঙ্গল সাফারিতেও যান। পাশাপাশি পুজোর মরশুম হওয়ায় পর্যটকের সংখ্যাও ছিল তুলনামূলকভাবে বেশি। অনেকের বাড়ি ফেরার কথাও ছিল আজ। কিন্তু এই পরিস্থিতিতে সেতু কীভাবে ঠিক হবে এবং কীভাবেই বা তাঁরা বাড়ি ফিরবেন, তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন পর্যটকরা।
এনিয়ে কলকাতা থেকে সপরিবারের জলদাপাড়ায় বেড়াতে আসা এক পর্যটক বলেন, ‘গাড়ি নিয়েই সপরিবারে জলদাপাড়ায় বেড়াতে এসেছিলাম। সকালে জঙ্গল সাফারি শেষে আমরা সেতুটি পেরিয়ে এপারে চলে আসলেও আমাদের গাড়িটি সেতুর ওপারেই পার্কিং লটে রাখা ছিল। পরে গাড়িটিকে আনতে গিয়ে দেখি হলং নদীর উপরে থাকা সেতুটির আর কোনও অস্তিত্বই নেই। এই অবস্থায় গাড়িটিকে এপারে এনে কীভাবে বাড়ি ফিরব এবং কবে ফিরতে পারব, কিছুই বুঝে উঠতে পারছি না।’

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement