মেট্রো রেলওয়ে পুজো কার্নিভালের জন্য ৫ অক্টোবর (রবিবার) ব্লু লাইন এবং গ্রিন লাইনে স্পেশাল পরিষেবা পরিচালনা করবে। রবিবার স্বাভাবিক পরিষেবার পরে ব্লু লাইন এবং গ্রিন লাইনে ২০ মিনিটের ব্যবধানে মোট ৬টি পরিষেবা (৩টি আপ এবং ৩টি ডাউন) পরিচালনা করা হবে।ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাত ১০-০৩, ১০-২৩ ও ১০-৪৩ মিনিটে পরিষেবা মিলবে। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত রাত ৯-৫৩, ১০-১৩ ও ১০-৪৩ মিনিটে পরিষেবা মিলবে।গ্রিন লাইনে সল্টলেক সেক্টর ৫ থেকে হাওড়া ময়দান পর্যন্ত রাত ১০-২০, ১০-৪০ ও ১১টায় পরিষেবা মিলবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত ট্রেন রাত ১০-২০, রাত ১০-৪০ এবং রাত ১১টায় পরিষেবা মিলবে।