কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের ভল্কা-বারবিশা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাকরিগুড়ির নামাপাড়া এলাকায় সংকোশ নদী থেকে এক যুবকের পচাগলা দেহ উদ্ধার হল। জানা গিয়েছে, মৃতের নাম রাজদীপ সরকার(২১)। এদিন সংকোশ নদীতে রাজদীপের দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারবিশা ফাঁড়ির পুলিশ। এরপর নদী থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। জানা গিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর সংকোশ নদীতে স্নান করতে নামার সময় পা পিছলে তলিয়ে যায় রাজদীপ। এরপর পুলিশ প্রশাসনের তরফে নদীতে তল্লাশি চালানো হয়। কিন্তু তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। অবশেষে এদিন নদীতে রাজদীপের পচাগলা ভাসতে দেখেন স্থানীয়রা। ভল্কা-বারবিশা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য শ্যামল শর্মা বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। রাজদীপ আমার বুথের বাসিন্দা ছিল। নদীতে স্নান করতে নেমে সে তলিয়ে গিয়েছিল।’ পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। শনিবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।