সোনাটা ফেস্টিভ কালেকশন ২.০ 

IMG-20251003-WA0047

শিলিগুড়ি: উৎসবের মরশুমের শুরুতেই সোনাটা প্রকাশ করল ফেস্টিভ কালেকশন ২.০, এমন এক ঘড়ির সম্ভার যা ডিজাইন করা হয়েছে সময় ও ঐতিহ্যের উদযাপনের জন্যে। উপহার দেওয়ার আনন্দ ছড়িয়ে দিতে টাইমপিসের এই নতুন সম্ভার আধুনিক ডিজাইন আর উৎসবের শোভার মিশ্রণ ঘটিয়েছে। ফলে এই ঘড়িগুলো হয়ে উঠেছে বিশেষ মুহূর্ত চিহ্নিত করার জন্যে, দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি করার জন্যে একেবারে যথার্থ বাছাই। পুরুষদের জন্যে এই সম্ভারের প্রত্যেকটা টাইমপিস থেকে ফুটে বেরোচ্ছে আভিজাত্য, ভারি ধরনের ডায়াল থেকে বা ঘড়ির কেসের জোরদার আকৃতির মাধ্যমে। সোনাটার ধ্রুপদী ক্রোকো ধাঁচের স্ট্র্যাপের সঙ্গে রোমান আওয়ার মার্কার ফিরিয়ে এনেও সেই আভিজাত্যই তুলে ধরা হয়েছে। সবুজ আর নীল রঙের ডায়াল এই ঘড়িগুলোর জমিনকে আরও ঘন করে তুলেছে, বাড়িয়েছে দৃশ্যসুখ। পাশাপাশি ক্রনোগ্রাফ, একাধিক কার্যকারিতাসম্পন্ন দিন ও তারিখ এবং ডায়ালের উপর সূর্য ও চাঁদের ইন্ডিকেটর এই ঘড়িগুলোকে সৌন্দর্যের চেয়েও বেশিকিছু দিয়েছে। বাস্তব প্রয়োজন মেটানোর উপকরণের সঙ্গে যুক্ত করেছে সূক্ষ্ম কারিগরি। এতসব ছোট ছোট বৈশিষ্ট্য মিলে এমন এক সম্ভার তৈরি করেছে যা উৎসবে পরার উপযুক্তও বটে, আবার যাতে কালোত্তীর্ণ সৌন্দর্যও আছে, উপহার হিসাবে অথবা বিশেষ উৎসবের মুহূর্তে পালনের জন্যে আদর্শ পছন্দ। মহিলাদের জন্যে এই সম্ভারে আছে সূক্ষ্মভাবে তৈরি করা মেশ ব্রেসলেট, ঝকমকে স্টাড পিস আর উজ্জ্বল রোজ গোল্ড স্ট্র্যাপ। এই স্ট্র্যাপগুলোর সৌন্দর্য বাড়িয়েছে ভিন্ন আকারের লিংক। জটিল ডিটেইলিং, পালিশ করা ফিনিশ আর উৎসবের ঝলমলানি নিশ্চিত করে যে প্রত্যেকটা ঘড়িই উপহার দেওয়ার পক্ষে বা আপনার বিশেষ অনুষ্ঠানের পোশাককে আরও সুন্দর করে তুলতে যথার্থ।নিশান্ত মিত্তল, প্রোডাক্ট হেড, সোনাটা, বললেন “ফেস্টিভ কালেকশন ২.০ তৈরি করা হয়েছে উৎসবের মরশুমটা স্টাইলে উদযাপন করতে। আমরা চেয়েছিলাম প্রত্যেকটা ঘড়ি এই সময়টার আনন্দ আর উত্তাপের প্রতিফলন হয়ে উঠুক, সে উপহার দেওয়ার জন্যেই কেনা হোক, সেজে ওঠার জন্যেই কেনা হোক বা স্রেফ উৎসবের আনন্দ উপভোগ করার জন্যে। প্রত্যেকটা পিস ডিজাইন করা হয়েছে আপনার জীবনের মুহূর্তগুলোকে একটু ঝলমলে করে তোলার জন্যে এবং দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি করার জন্যে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement