কলকাতা: দুর্গাপুজোর শুরুটা মোটের উপর শুকনোই ছিল। মণ্ডপে মণ্ডপে উপচে পড়েছে ভিড়। তবে পূর্বাভাস মতোই নবমীতে বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের একাধিক জায়গায়। বুধবার ভোরে কোচবিহার জেলাজুড়ে তুমুল ঝড়-বৃষ্টি শুরু হয়। বৃষ্টির জেরে বহু পুজোর প্যান্ডেল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
কোচবিহার-শিলিগুড়ি রোডে খাগড়াবাড়ি সংলগ্ন তালতলা এলাকায় বীণাপাণি ক্লাবের একটি বড় আলোক তোরণ এদিন ভেঙে পড়ে। ফলে দীর্ঘক্ষণ সেখানে যান চলাচল ব্যাহত হয়। তবে পুজো উদ্যোক্তাদের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।
অন্যদিকে, এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার জলপাইগুড়ি-র ওদলাবাড়িতেও। মুহূর্তের দমকা হাওয়ায় সেখানেও হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তোরণ। এদিন বিধানপল্লি সর্বজনীন দুর্গাপূজা কমিটির বিশাল একটি আলোক তোরণ দমকা হাওয়ায় ভেঙে পড়ে। বিধানপল্লির এবারের দুর্গাপূজা আয়োজনে শুরু থেকেই একের পর এক বিপত্তি ঘটে চলেছে। চতুর্থীতে মণ্ডপের কাজ অর্ধসমাপ্ত রেখে ডেকোরেটরের পালিয়ে যাওয়ার পর এদিন তোরণ ভেঙে পড়ে সেখানে। ওদলাবাড়ির পাওয়ার হাউস কলোনির পুজোয়ও বৃষ্টি-দমকা হাওয়ার প্রভাবে দুটি তোরণ ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে।
এদিকে একই পরিস্থিতি দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরেও। মঙ্গলবার গভীর রাতে বৃষ্টি ও হাওয়ার জেরে ৫১২ নম্বর জাতীয় সড়কে বুনিয়াদপুর পীরতলা এলাকায় ভেঙে পড়ে তোরণ। স্থানীয়রা জানান, তোরণটির খুঁটি কংক্রিটে পুঁততে না পারায় শুধুমাত্র একটি ইলেকট্রিক পোলের সঙ্গে বাঁধা ছিল। তোরণ ভেঙে গতকাল গভীর রাতে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে তোরণ ভেঙে কোথাও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।