ইংল্যান্ড ক্রিকেটের নির্ভরযোগ্য পেসার ও অলরাউন্ডার ক্রিস ওকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ এক দশকের বেশি সময় ইংল্যান্ডের জার্সি গায়ে দেশের হয়ে লড়াই করা এই তারকা সম্প্রতি কাঁধের ইনজুরিতে আক্রান্ত হয়ে দলে আর ফিরতে পারেননি। বয়সও যে ক্রিকেট ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে দিয়েছে, তা মেনে নিয়েই বিদায়ের সিদ্ধান্ত নিলেন তিনি।
ওভালে ভারতের বিপক্ষে গত মাসের টেস্ট ম্যাচটাই হয়ে রইল ওকসের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ স্মৃতি। ফিল্ডিংয়ের সময় কাঁধ সরে যাওয়ায় হাতে স্লিং বেঁধে এক হাতে ব্যাট করতে নামলেও তিনি কোনো বল খেলতে পারেননি। সেই ম্যাচে ছয় রানের জয় পায় ভারত, আর সিরিজ সমতায় ফেরে ২-২ ব্যবধানে।
এই চোটের কারণেই তিনি বাদ পড়েন আসন্ন অস্ট্রেলিয়া সফরের অ্যাশেজ দলে। আর বয়স ৩৬ হওয়ায় কার্যত সেখানেই শেষ হয়ে যায় তার ইংল্যান্ড অধ্যায়। গত সপ্তাহেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পুরুষ ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কি বলেছিলেন, ওকসকে আর ইংল্যান্ডের হয়ে দেখা যাবে না।
ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় অলরাউন্ডার ওকস লিখেছেন, ‘সময় এসেছে, আমি ঠিক করেছি এটাই সঠিক মুহূর্ত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার। ছোটবেলায় বাড়ির পেছনের বাগানে খেলার সময় থেকেই ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্নগুলো পূরণ করতে পেরে আমি অবিশ্বাস্যভাবে সৌভাগ্যবান।’
ওকস ৬২ টেস্টে ১৯২ উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে করেছেন দুই হাজারেরও বেশি রান, গড়ে ২৫-এর ওপরে।
ইংল্যান্ড আগামী ২১ নভেম্বর পার্থে শুরু করবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।