বড় দলদলিতে বুনো হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সুপারি ও কলা বাগান

img_1758895525878_382

কামাখ্যাগুড়ি: বুনো হাতির দলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হল সুপারি ও কলা বাগান। কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় দলদলির হরিবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার রাতে এলাকার সুপারি ও কলা বাগানে তাণ্ডব চালায় বুনো হাতির দল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘোড়ামারা বিটের জঙ্গল থেকে বের হয়ে হরিবাড়ি এলাকায় তাণ্ডব চালায় হাতির দল। ১ বিঘা জমির সুপারি ও কলা নষ্ট করে দেয় হাতি গুলি। এলাকার মনোজিৎ বর্মন বলেন, ‘বুনো হাতির দল এক বিঘা জমির কলা ও সুপারি নষ্ট করে দিয়েছে। দুর্গাপুজোর আগ মুহূর্তে এমন ঘটনায় আমরা খুব আতঙ্কে রয়েছি। এলাকায় বন বিভাগের নজরদারি বাড়ানো হোক।’

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement