ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

IMG-20250926-WA0121

মুম্বাই: বর্তমানে শুল্ক নিয়ে ভারত-আমেরিকার মধ্যে একটি চাপা উত্তেজনা রয়েছে। এজন্য হয়ত ভারত-মার্কিন বাণিজ্যচুক্তিও ঝুলে রয়েছে। তবে এমন পরিস্থিতির কী অবসান ঘটবে? হয়ত ঘটবে। কারণ বিষয়টি নিয়ে বৃহস্পতিবার ভারত এবং মার্কিন প্রশাসনের তরফে একটি ইঙ্গিত দেওয়া হয়েছে। তাতেই মনে হচ্ছে এবার দুই দেশের মধ্যে এমন পরিস্থিতির জটিলতা কাটবে। কিন্তু গোটা বিষয়টির ব্যপারে শেষ সিদ্ধান্ত নেবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। তিনি ওই চুক্তির ব্যপারে একবার হ্যাঁ করলেই আশা করা যায় চুক্তি সম্পন্ন করা সম্ভব হবে।
বৃহস্পতিবার মুম্বইতে আয়োজিত একটি অনুষ্ঠানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা দাবি করেন, ‘দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনাটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাকি বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল দেখবেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে গোটা ব্যপারটি পরিষ্কার হয়ে যাবে।
পীযূষ গয়ালের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদল দুই দেশের বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য বর্তমানে ওয়াশিংটনে রয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করছেন। এমন সব তৎপরতা থেকে বোঝা যাচ্ছে, ওই চুক্তি সম্পন্ন করতে মরিয়া হয়ে উঠেছে করেন্দ্র সরকার।
অপরদিকে পিছিয়ে নেই আমেরিকাও। মার্কিন এক শীর্ষকর্তা বৃহস্পতিবার দাবি করেছেন, দু’পক্ষের মধ্যে বাণিজ্যিক সমঝোতা হওয়ার পথে যে বাঁধাগুলি রয়েছে সেগুলি তাড়াতাড়ি কাটিয়ে চুক্তি সেরে ফেলতে আগ্রহী আমেরিকাও। তিনি আরও জানিয়েছেন, ভারতীয় বাণিজ্যমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর সঙ্গে আমাদের সদর্থক আলোচনা হয়েছে। এভাবেই আমরা সমাধানসূত্র বের করতে পারব। যদিও তাঁর কথার মধ্যে ঘুরিয়ে ভারতের রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে কটাক্ষ রয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement