হায়দরাবাদ: আইপিএল থেকে অবসর নিয়েছেন কিছুদিন আগে। ইতিমধ্যেই ভবিষ্যতের পরিকল্পনা করে ফেলেছেন রবিচন্দ্রন অশ্বিন। আর তাতে ভারতের প্রাক্তন স্পিনারকে দ্বৈত ভূমিকায় দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। অর্থাৎ একই সময়ে একই সঙ্গে দুটি আলাদা দেশের লিগে খেলবেন অশ্বিন। একটি ক্রীড়াবিষয়ক ওয়েবসাইটের মতে ইন্টারন্যাশনাল টি-২০ লিগের নিলামের জন্য নিজের নাম নথিভুক্ত করিয়েছেন অশ্বিন। নিলাম হবে ১ অক্টোবর। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার সম্ভাবনা রয়েছে অশ্বিনের। ঘটনা হচ্ছে, ইন্টারন্যাশনাল লিগ ২ ডিসেম্বর থেকে শুরু হতে পারে। ফাইনাল সম্ভবত ৪ জানুয়ারি। আবার বিগ ব্যাশ লিগ শুরু হবে ১৪ ডিসেম্বর। যা পরের বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে।