অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়কে দিনের পর দিন শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগে গ্রেফতার করা হল টলিউডের কোরিওগ্রাফার টুবান চক্রবর্তীকে। মঙ্গলবার সকাল ৭:৩০ নাগাদ বাড়ি থেকে গ্রেফতার করা হয় টুবানকে। এরপর আলিপুর কোর্টে নিয়ে যাওয়া হবে টুবান চক্রবর্তীকে। তিন বছর ধরে কাজ থেকে দূরে ছিলেন অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়। টলিউড, বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করার পরও সরে এসেছিলেন সবকিছু থেকে। দু’দিন আগে নাম না করেই সমাজমাধ্যমে নয়না গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন প্রাক্তন প্রেমিকের থেকে শারীরিক ও মানসিক অত্যাচারের বিরুদ্ধে তিনি এবার সরব হবেন। কেন তিন বছর ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন সেই কারণ জানাবেন সকলকে। অবশেষে পুলিশের সাহায্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, নয়না গঙ্গোপাধ্যায়কে কাজ না করতে দেওয়ার পাশাপাশি বাড়িতে এসে দিনের পর দিন নির্যাতন করেছেন টুবান। নয়নার পাশাপাশি একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রেখেছিলেন টুবান। এই সম্পর্ক থেকে অনেকবার বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন নয়না, সেই সময় নাকি তাঁকে নানা ভাবে ভয় দেখানো হত। অবশেষে আইনের দ্বারস্থ হন নয়না গঙ্গোপাধ্যায়। জীবনের তিনটি বছর নষ্ট হয়ে গেলেও আবার নতুন করে শুরু করার কথা ভাবছেন নয়না গঙ্গোপাধ্যায়। হইচই-এর চরিত্রহীন ওয়েব সিরিজে ‘কিরণময়ী’র চরিত্রে সকলের নজর কেড়েছিলেন নয়না। এছাড়া বলিউডে ‘রঙ্গিলা টু’-সহ একাধিক ছবিতে, ও ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নিচ্ছিলেন তিনি। তবে সব কিছু থেকে সরে আসেন এক মুহূর্তে। এর আগে সমাজমাধ্যমে নয়না লিখেছিলেন, ‘কিছু ব্যক্তিগত বিষয় এবার আপনাদের জানানোর সময় এসেছে। তিন বছর ধরে আমি কোনও মাধ্যমেই সেভাবে আর কাজ করিনি। কাজ না করার কারণটা ভীষণ ব্যক্তিগত ছিল। তবে এবার বাধ্য হলাম সামনে আসতে। কলকাতার এক কোরিওগ্রাফারের সঙ্গে শেষ কিছু বছর আমি সম্পর্কে ছিলাম। কিন্তু এবার এই প্রেম ও ভালবাসার সম্পর্কে থাকার মাশুল গুনতে হচ্ছে। দিনের পর দিন অত্যাচার, শারীরিক নির্যাতনে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। এবার তার নাম ও পরিচয় আপনাদের সামনে আনতে চলেছি।’ এতদিন নিজের প্রেমিকের নাম সামনে না আনলেও অবশেষে দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নয়না। গ্রেফতার হয়েছেন টুবান চক্রবর্তী। ‘ডান্স বাংলা ডান্স’-এর একটি সিজনে বিজয়ী হয়েছিলেন টুবান, নিজের ডান্স একাডেমীও আছে এই কোরিওগ্রাফারের। টলিউডের পরিচিত নাম টুবান চক্রবর্তী এবার গ্রেফতার হলেন বিবিধ অভিযোগে।