অবশেষে জল্পনার অবসান। বহু কানাঘুষো খবরের পর নিজেই সমাজমাধ্যমে সুখবরটি দিয়ে দিলেন ক্যাটরিনা কইফ। হ্যাঁ, মা হতে চলেছেন অভিনেত্রী। মঙ্গলবার, স্বামী ভিকি কৌশলের সঙ্গে একটি ছবি ভাগ করেন তিনি। সেই ছবিতে দেখা যাচ্ছে, ক্যাটরিনার স্ফীতোদর আগলে দাঁড়িয়ে রয়েছেন ভিকি। দু’জনের চোখেমুখেই তৃপ্তি। সাদা-কালোর এই ফটোগ্রাফটি ধরে আছে ভিকি-ক্যাটরিনার দুটি হাত। এই ছবি সমাজমাধ্যমে ভাগ করে তারকা জুটি লেখেন, ‘আনন্দ এবং কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু করার পথে এগিয়ে চলছি।’ ক্যাটরিনা ও ভিকির সম্পর্ক শুরুর দিন থেকেই তা নিয়ে প্রবল কৌতূহল অনুরাগীদের। পরে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করে নেন দু’জনই। ২০২১ সালের ডিসেম্বরে চার হাত এক হয় তারকা যুগলের। সেই বিয়ের ভিডিও, ছবি ভাইরাল হয়ে যায়। কিন্তু বিয়ের পরে মধুচন্দ্রিমায় যাওয়ার অবসরটুকুও ছিল না ব্যস্ত কেরিয়ারের দাপটে। এখন অবশ্য একে অন্যকে চোখে হারান তারকা দম্পতি।কিছুদিন আগেও ভিকি-ক্যাটরিনার ঘরে নতুন সদস্য আসার জল্পনা আবারও জোরদার হয়েছিল।জানা গিয়েছিল ক্যাটরিনা নাকি প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন এবং বছরের শেষ ভাগেই তারকা দম্পতি তাঁদের নতুন প্রজন্মকে স্বাগত জানাবেন। এবার সেই খবর সত্যি হল।গত কয়েক মাস ধরে ক্যাটরিনাকে জনসমক্ষে খুব একটা দেখা যায়নি। ছবির প্রচার বা বড় কোনও অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতি থেকেই গুজব আরও বাড়তে থাকে। নেটপাড়ায় ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হয়েছে, অভিনেত্রী নাকি মাতৃত্বকালীন ছুটি নিতে প্রস্তুত হচ্ছেন এবং অক্টোবর-নভেম্বরের মধ্যেই সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকী একটি পোস্টে তাঁদের ছবি ব্যবহার করে শিশুর আগমনের ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিছুদিন আগে সামনে এসেছিল ক্যাটরিনার মাতৃত্বকালীন ফটোশুটের ছবি। আবছা হলেও ওই ছবি দেখে অভিনেত্রীকে চিনে ফেলেছিলেন নেটিজেনরা। এবার ভিকি-ক্যাটরিনার পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনুরাগী থেকে তারকারাও জুটিকে শুভেচ্ছা জানাতে শুরু করেন।