কলকাতা: এবার অক্টোবরের গোড়াতেই দুর্গাপুজো শেষ। কিন্তু উত্সবের মেজাজ যাতে থাকে শহরে, সেটাই চান বাঙালিরা। সুখবর হলো, গায়ক শান আগামী ১০ অক্টোবর, শহরে গান করতে আসছেন। কলকাতায় শো করতে আসছেন, কী অনুভূতি তাঁর?
শান বললেন, ”আমি প্রায় হতাশ হয়ে গিয়েছিলাম যে কলকাতায় শো হচ্ছে না! এর আগে সায়েন্স সিটিতে শো করেছিলাম। সেটায় ভালো সাড়া পেয়েছিলাম। কিন্তু শেষ কয়েক মাস ধরে এরকম কোনও শো আসেনি দেখে আমার মনে হচ্ছিল, কলকাতার শ্রোতারা আমার উপর রেগে আছেন কিনা। কিন্তু তারপরই এই শোয়ের প্রস্তাব এলো। আর এক সপ্তাহের মধ্যে কাজ শুরু হয়ে গেল। তাই ভীষণই এক্সাইটেড এই শো নিয়ে।” দুর্গাপুজোর ঠিক পরে শহরে আসবেন, কলকাতার দুর্গাপুজোর কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগে? শান অনর্গল, ”৫০ বছরের উপর বয়স। কিন্তু আমি কোনওদিন কলকাতায় থাকিনি দুর্গাপুজোর সময়ে। দুর্গাপুজোর আগে বা মহালয়ার সময়ে অনেকবার গিয়েছি। তখন কীরকম উত্তজেনা থাকে সেটা অনুভব করেছি। কিন্তু বিসর্জনে ঠিক কী হয় জানা নেই। এটা জানি দুর্গাপুজোর পর শহরের মনখারাপ হয়, মা আবার এক বছর পর আসবেন বলে। রোজকার রুটিনে ফেরাটা কষ্টকর, সেটাও বুঝি। তাই এবার দুর্গাপুজোর এক সপ্তাহ পরেই, আমার অনুষ্ঠানে এমন সব গান থাকবে, যা মন ভালো করে দেবে।” বলিউড আর টলিউডের ছবিতে শানের প্লেব্যাক কমে গিয়েছে। সেটা কি তাঁরও মনে হচ্ছে? শানের উত্তর, ”আমার তো মনে হচ্ছে। কিন্তু সেটা যাঁদের মনে হওয়ার কথা, প্রযোজক বা পরিচালকদের, তাঁদের মনে না হলে, আমি আর কী করতে পারি। এটুকু বলতে পারি, আমাকে পাওয়া যাবে, আমি কো-অপারেটিভ আর ভালো গান করতে চাই। সম্প্রতি সোনু নিগমের গান হিন্দি ছবিতে আবার প্রশংসিত হচ্ছে। সেটা দেখে আমার মনে হয়েছে, এখানেই ইতি নয়, আরও কিছু আছে বাকি।” শহরে শো করতে এলে এবার প্রথমে কী খাবেন? শান বললেন, আগে বেশিরভাগ সময়ে ধর্মতলা চত্বরে থাকার কারণে পার্ক স্ট্রিটে রোল খেতে যেতেন। কিন্তু এখন বাইপাস সংলগ্ন হোটেলে থাকেন বলে, সেখানেই খাওয়াদাওয়া করেন। শহরে কোথায় ভালো স্ট্রিট ফুড পাওয়া যায়, তিনি জানেন না। তবে এবার এসে স্ট্রিট ফুড চেখে দেখতে চান। শানের প্রতিশ্রুতি ১০ অক্টোবর জমজমাট শো করবেন শহরে। এনার্জি, কনটেন্ট সব কিছুতেই নজর কাড়বে এই শো। শুধু পরিবেশ দূষিত হয় যাতে, এমন কিছু রাখতে চান না শোয়ে। শানের অনুরাগীরা টিকিট সংগ্রহের কাজ শুরু করে দিয়েছেন এখন থেকেই।