পরিচালক অনুরাগ কাশ্যপের ভাই অভিনব পরিচালিত প্রথম ছবি ছিল বক্সঅফিস হিট। সলমন খান ও সোনাক্ষী সিন্হা অভিনীত ‘দবং’ প্রবল সাফল্য লাভ করে। যদিও পরিচালকের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। সম্প্রতি সলমন ও তাঁর পরিবারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি। এক সাক্ষাৎকারে অভিনবের দাবি, ‘ওয়ান্টেড’ বা ‘তেরে নাম’-এর মতো সিনেমায় অভিনয় করে সলমন নিজেও ‘চ্যাংড়া’ বা ‘পাজি’ হয়ে উঠেছিল। পরিচালকের কথায়, ‘দবং’ ছবির মুখ্য চরিত্রের জন্য তিনি প্রথমে সলমনের ভাই আরবাজ খানকে প্রস্তাব দেন। আরবাজ় নাকি আগ্রহীও ছিলেন। কিন্তু, পরে তিনি ছবিটি প্রযোজনা করার ইচ্ছা প্রকাশ করেন। ছবির অভিনেতা-অভিনেত্রীর বাছাইও নাকি পরিচালকের অজান্তেই হয়েছিল। আরবাজ ও সোহেলই সলমনের সঙ্গে পরিচালককে আলোচনায় বসার ব্যবস্থা করেন। অভিনব বলেন, “কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় আমি ছিলাম না। সিদ্ধান্তের কথা আমাকে শুধু জানিয়ে দেওয়া হয়েছিল।”