তাঁর ছবির নাম নিয়েই বিতর্ক হয়েছিল বিস্তর। ছবির বিষয় নিয়ে আজও আলোচনা হয়। এ বার সেই পরিচালক কিউ র্যাপার-এর ভূমিকায়। কিউ-এর লেখা র্যাপ! ছবির মতো সেখানেও থাকছে ব্যতিক্রমী বার্তা? ইতিমধ্যেই সেই গানের মিউজ়িক ভিডিয়ো প্রস্তুত। কিউ বলেছেন, “এখানে আমার অন্য একটা সত্তা দেখা যাবে। এখানে আমি ‘ডক্টর গান্ডু’র চরিত্রে রয়েছি। বরাবরই সমাজের কিছু বিষয় চোখে আঙুল দিয়ে দেখাতে চেয়েছি চাঁছাছোলা ভাষায়।” সমাজের কোন বিষয়ের বিরোধিতা করতে দেখা যাবে র্যাপার কিউকে? পরিচালক বলেন, “সামাজিক পরিচিতি ও মধ্যবিত্ত মানসিকতা নিয়ে ‘ডক্টর গান্ডু’ কথা বলে। কারণ, এই চরিত্রটি রাস্তা থেকে উঠে আসা। আসলে ও নিজে কিছু করতে পারে না, তাই ও ঘুরে সমাজকেও বলে, ‘তুমিও কিছুই বোঝো না। উল্টে আমাকে জ্ঞান দাও।’ ও খুব তাত্ত্বিক কথা বলে। কিন্তু একেবারে রাস্তার ভাষায় কথা বলে।”