নিক জোনাসের সঙ্গে সুখে সংসার করছেন প্রিয়ঙ্কা চোপড়া। নিকের সঙ্গে সম্পর্কের আগে অন্য একটি গভীর সম্পর্কে ছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। তবে সেই সম্পর্কের বিষয়ে তিনি বরাবর চুপই থেকেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কথা বললেন পরিচালক প্রহ্লাদ কক্কড়। একসময় নাকি শাহরুখ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন প্রিয়ঙ্কা। দীর্ঘ দিন সেই সম্পর্ক ছিল বলে শোনা যায়। বলিউডে শাহরুখের এই একটিই বিবাহবহির্ভূত সম্পর্কের কথা শোনা যায়। ‘ডন’ (২০০৬) এবং ‘ডন ২’ (২০১১) এই দুই ছবিতে অভিনয়ের সময় নাকি সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা। পর্দায়ও সেই রসায়ন ধরা পড়েছিল। প্রিয়ঙ্কার ভূয়সী প্রশংসা করেছেন প্রহ্লাদ। তিনি বলেন, “প্রিয়ঙ্কা একটা পুতুলের মতো। ওর সঙ্গে কাজ করা খুব সহজ। ও খুব উচ্চাকাঙ্ক্ষী। নিজের মানসম্মান নিয়ে ও খুবই সতর্ক থাকে। ও নিজের পরিসরে সহজে কাউকে ঢুকতে দেয় না। তাই নিজের সম্পর্ক নিয়েও বরাবর চুপ থেকেছে।” প্রিয়ঙ্কা ও শাহরুখের সম্পর্ক একটা সময়ে বলিউডের আলোচনার কেন্দ্রে ছিল। কিন্তু সেই আলোচনায় কোনও প্রতিক্রিয়া দেননি প্রিয়ঙ্কা। প্রহ্লাদ তাই শাহরুখের নাম না করেই বলেছেন, “অনেকে অনেক কথা বলত তখন। প্রিয়ঙ্কা চুপ ছিল। সম্পর্কটা গভীর ছিল বলেই ও চুপ ছিল।”