দিল্লিতে ইডির মুখোমুখি মিমি 

IMG-20250915-WA0155

বেটিং অ্যাপ মামলায় ইডির দফতরে তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। বেটিং অ্যাপ মামলায় তাঁকে দিল্লির ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়। তলবে সাড়া দিয়ে সোমবার সকাল ১০.৫০ নাগাদ দিল্লির ইডি দফতরে হাজিরা দেন মিমি চক্রবর্তী। তারপরেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডির আধিকারিকরা। কয়েক ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ।সূত্রের খবর, তদন্তকারীরা মূলত জানতে চান, অভিযুক্ত অ্যাপ সংস্থার সঙ্গে মিমির যোগাযোগ কী ভাবে হলো? কত টাকার বিনিময়ে বিজ্ঞাপন তিনি করেন। কী ভাবে সেই টাকা তিনি পেয়েছেন? কোন অ্যাকাউন্ট থেকে সেই টাকা তাঁর কাছে এসেছে? মধ্যস্থতাকারী কারা? ইতিমধ্যেই অনলাইন বেটিং গেম প্রমোশনের কারণে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে অভিনেতা রানা দগ্গুবতি, প্রকাশ রাজ, বিজয় দেবারোকোন্ডাদের। প্রসঙ্গত, গত বছর থেকে এই অবৈধ বেটিং অ্যাপে প্রচারের অভিযোগ উঠেছে বহু বলিউড, দক্ষিণে সিনেতারকাদের বিরুদ্ধে। এর  পাশাপাশি ক্রিকেটারদের নামেও উঠেছে সেই অভিযোগ। সেই  অভিযোগেই  মিমিকে সোমবার তলব করা হয়। অভিনেতা অঙ্কুশ হাজরাকেও তলব করেছে ইডি। নিষিদ্ধ অনলাইন বেটিং অ্যাপ প্ল্যাটফর্মের প্রচার নিয়ে ইডির চলতি তদন্তের প্রক্রিয়া হিসেবেই তারকাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই প্রেক্ষিতেই অঙ্কুশকেও ইডির দফতরে হাজিরা দিতে হবে। অবৈধ বেটিং অ্যাপ প্রচারের জেরে এযাবৎকাল বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির একাধিক তারকাকে আইনি গেরোয় পড়তে হয়েছে। সেই তালিকায় যেমন বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজ রয়েছেন, তেমনই হরভজন সিং, উর্বশী রাওতেলা, সুরেশ রায়নার নামও রয়েছে। সম্ভবত অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন পাঠানো হয়েছে হাজিরা দেওয়ার জন্য। পুজোয় মুক্তি পাচ্ছে মিমির ছবি ‘রক্তবীজ ২’। আপাতত চুটিয়ে সেই ছবির প্রোমোশন করছেন নায়িকা। এরই মধ্যে রবিবার প্রকাশ্যে আসে মিমিকে ইডির তলবের বিষয়টি। জানা যায়, কয়েক দিন আগেই যে বেটিং অ্যাপ মামলায় অঙ্কুশকে ইডি ডেকেছে, সেই মামলাতেই ডাক পড়েছিল মিমির। আর তলবে সাড়া দিয়ে দিল্লিতে ইডির দফতরে হাজিরাও দিলেন অভিনেত্রী। 

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement