একের পর এক পঞ্জাবি ছবিতে অভিনয় এবং ছবিমুক্তি। সলমন খানের ‘বিগ-বস ১৯’-এ প্রতিযোগী হিসাবে যোগদানের সম্ভাবনাও নাকি তৈরি হয়েছিল। এত কিছুর পরেও রাজ কুন্দ্রা অর্থনৈতিক অপরাধদমন শাখা (ইকনমিক অফেন্সেস উইং)-এর হাত থেকে রেহাই পাচ্ছেন কই? খবর, ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগে অভিযুক্ত রাজকে সোমবার ইওডব্লিউ-র দফতরে হাজিরা দিতে হবে। ১০ সেপ্টেম্বর ইওডব্লিউ-র তরফ থেকে সমন পান রাজ। তাঁকে সংস্থার অফিসে হাজিরা দিতে বলা হয়েছিল। সেই সময় তাঁর আইনজীবী সংস্থার কাছে কিছু সময় চেয়ে নিয়েছিলেন। আবেদনে জানানো হয়, ব্যক্তিগত কারণে রাজ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। সেই আবেদন মঞ্জুর করে সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ১৫ সেপ্টেম্বর অভিযুক্তকে হাজিরা দিতেই হবে। প্রসঙ্গত, সম্প্রতি অপরাধদমন শাখা শিল্পা শেট্টী এবং রাজ কুন্দ্রার ভ্রমণের নথি পরীক্ষার পর তাঁদের বিরুদ্ধে ‘লুকআউট নোটিস’ জারি করে।