নববারাকপুর: রবিবার দুপুরে কৃষ্টি পার্শ্বস্থ শেডে- এ নববারাকপুরের একটি সামাজিক সংগঠন আফটার টেন এর দ্বিতীয় শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন সহ পাঁচ আসন বিশিষ্ট অত্যাধুনিক’ বেলাশেষে’ নামাঙ্কিত শববাহী যান এর শুভ উদ্বোধন হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক অবিন দত্ত, জনপ্রিয় সংগীত শিল্পী ও সুচিকিৎসক ডাঃ অসিত চৌধুরী, সংগীত শিল্পী জয়শ্রী ভট্টাচার্য, প্রদ্যুত ভট্টাচার্য, প্রবাসী কৌশিক বন্দ্যোপাধ্যায়, গৌতম ভট্টাচার্য, মৌসুমী দত্ত, সুচেতা দত্ত, প্রমুখ। সংস্থার সভাপতি অমিত সেনগুপ্ত জানান ২০২০ সালে ১৬ এপ্রিল পথ চলা শুরু। সর্বসাধারনের জন্য ন্যায্য মূল্যে ২০২১ এর ১২ ডিসেম্বর শেষের খেয়া নামাঙ্কিত প্রথম নন এসি শববাহী যান ও একটি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হয়েছিল। এলাকাবাসীর দীর্ঘদিনের চাহিদা বাস্তবায়িত করতে শীততাপ নিয়ন্ত্রিত কেবিন সহ পাঁচ আসন বিশিষ্ট অত্যাধুনিক প্রযুক্তি দ্বিতীয় শববাহী যান বেলাশেষে শুভ উদ্বোধন হল। জনপ্রিয় চিকিৎসক ডাঃ অসিত চৌধুরী এবং উচ্চ মাধ্যমিকে ১৯৯৬ এর ছাত্রছাত্রী উদ্ভাস এর অর্থানুকূল্যে এবং সংস্থার শুভানুধ্যায়ী দের আর্থিক সহায়তা মোট ১৩ লক্ষ টাকা ব্যয়ে এই অত্যাধুনিক প্রযুক্তি শববাহী যান পরিষেবা চালু হল। নববারাকপুর সহ পার্শ্ববর্তী এলাকার মানুষ অনেকটাই উপকৃত হবেন।ডাঃ অসিত চৌধুরী বলেন ভালো ও সুন্দর মানবসেবার কাজ সবসময়ই ভালো। আজকের দিনে এই ধরনের পরিষেবা ভীষন প্রয়োজন। রোগীদের বাড়িতে গিয়ে দেখা যায় বৃদ্ধ বাবা মাকে হাসপাতালে বা শ্মশানে নিয়ে যেতে লোকজন বড়ই অভাব।অনেক মানুষ আছেন ভালো কাজে এগিয়ে আসেন। যেখানে চুরি, অনাচার, মিথ্যার আশ্রয় নেয় সেখান থেকে মানুষ দূরে সরে যায়।