কার্তিকা চা-বাগানে হস্তিশাবকের মৃতদেহ উদ্ধার

IMG-20250915-WA0065

কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের কার্তিকা চা-বাগানে একটি হস্তিশাবকের মৃতদেহ উদ্ধার হল। এদিন সকালে চা-বাগানের একটি নালাতে হস্তিশাবকের দেহটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা এসে হস্তিশাবকের দেহটি উদ্ধার করেন। বন বিভাগ জানিয়েছে, হস্তিশাবকের দেহ ময়নাতদন্তের জন্য রাজাভাতখাওয়ায় পাঠানো হয়েছে। বন বিভাগের বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের উপক্ষেত্র অধিকর্তা দেবাশিস শর্মা বলেন, ‘কার্তিকা চা-বাগানে ২-৩ মাস বয়সী একটি পুরুষ হস্তিশাবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।’

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement