মুম্বই: ১২ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে মনোজ বাজপেয়ী অভিনীত ছবি ‘জুগনুমা’। আপাতত সেই ছবির প্রচারেই ব্যস্ত অভিনেতা। তবে শুধু অভিনয়ই নয়, নানা কারণে নানা বিষয়ে অভিনেতার বিভিন্ন বিতর্কিত মন্তব্য ঘিরে নানা সময় সরগরম হয়েছে পরিস্থিতি। এবারও তার ব্যতিক্রম নয়। এবার নিজের নতুন ছবির প্রচারে গিয়ে ফের বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রে মনোজ বাজপেয়ী। একহাত নিলেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে সঙ্গে পিআর টিমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন অভিনেতা। সম্প্রতি এক পডকাস্টে সাক্ষাৎকারে ছবি নিয়ে বলতে গিয়ে অভিনেতা বলেন, “আমার মনে হয় সবসময় যে, আমি আমার সবটুকু দিয়ে একটা ছবির জন্য অভিনয় করার পর সঠিক সম্মান বা স্বীকৃতি পাই না। অথচ শুধুমাত্র পিআর স্টান্টের মাধ্যমে ‘সেরা অভিনেতা’ বা ‘জাতীয় ক্রাশ’ এই তকমা পেয়ে যান। এটি আমার মতো ও পীযুষ মিশ্রের মতো অভিনেতার জন্য অত্যন্ত অপমানজনক। যিনি এতবছর অভিনয়কে নিজের মধ্যে লালন করেছেন, ভালোবেসেছেন।” মনোজ বাজপেয়ীর এই মন্তব্যের পর থেকেই বরাবরের মতোই শুরু হয়েছে আলচনার ঝড়। কারণ কারও বুঝতে বাকি নেই যে ‘ন্যাশনাল ক্রাশ’ বলে উল্লেখ করে মনোজ ঠিক কি বোঝাতে চেয়েছেন এবং কাকে কটাক্ষ করেছেন। সকলেই জানেন নেটিজেন থেকে এই প্রজন্মের দর্শক তথা ইন্ডাস্ট্রির সকলেই রশ্মিকাকে ‘ন্যাশনাল ক্রাশ’ বলে সম্বোধন করেন। আর সেখানেই পরিষ্কার হচ্ছে যে, এই কটাক্ষ মনোজ বাজপেয়ী দক্ষিণী অভিনেত্রী রশ্মিকাকেই করেছেন। যদিও এই নিয়ে অভিনেত্রীর তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর মনোজ বাজপেয়ীর বড়পর্দায় মুক্তি পেয়েছে ছবি ‘জুগনুমা: দ্য ফেবল’। ১৯৮০’র প্রেক্ষাপটে হিমালয়ের কোলের এক বাসিন্দার জীবনের আদলে তৈরি হয়েছে। সেই ব্যাক্তির ফলের বাগানের রহস্যজনকভাবে একটি ফলের পোড়া গাছ আবিষ্কার ঘিরে নির্মিত এই ছবি।