অসমে গিয়ে কংগ্রসকে তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার অসম সফরে যান মোদী। সেখানে অনুপ্রবেশ ইস্যুতে হাত শিবিরকে কড়া ভাষায় আক্রমণ শানান তিনি। পাকিস্তানি সন্ত্রাসবাদীদের মদত করার পাশাপাশি কংগ্রেস দেশবিরোধী শক্তির পক্ষ নিচ্ছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে কংগ্রেস অনুপ্রবেশকারীদের রক্ষা করছে বলেও আক্রমণ করেন তিনি। দারাংয়ের এই জনসভায় ১৯৬২-র চিনা আগ্রাসনের প্রসঙ্গও টেনে আনেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, ‘তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ভুলের ক্ষত আজও বহন করছে অসম।’ এদিন অসমের দারাং জেলায় এক জনসভা করেন মোদী। সেই সভা থেকে তিনি বলেন, “বিজেপি অনুপ্রবেশকারীদের জমি দখল ও জনবিন্যাস নষ্ট করার ষড়যন্ত্র ব্যর্থ করতে সচেষ্ট। কিন্তু এই কংগ্রেস অনুপ্রবেশকারীদের রক্ষাকর্তা হয়ে উঠেছে। এরা ভারতের বীর সেনাকে সমর্থন করার পরিবর্তে পাকিস্তান সন্ত্রাসবাদীদের সমর্থন করছে।” প্রধানমন্ত্রীর অভিযোগ, ‘অপারেশন সিন্দুরের সময় সেনাবাহিনী যখন পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করে কংগ্রেস তখন অনুপ্রবেশকারী এবং দেশবিরোধী শক্তিকে রক্ষা করায় ব্যস্ত ছিল। কংগ্রেস বার বার দেশবিরোধী শক্তিকে আশ্রয় দিয়েছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয় অনুপ্রবেশকারীদের তাড়াতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “অবৈধভাবে দখল করা জমি থেকে অনুপ্রবেশকারীদের তাড়ানো ও সেই ভূখণ্ডে কৃষকদের চাষবাসের সুযোগ করে দেওয়া এক উল্লেখযোগ্য পদক্ষেপ।” কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “কয়েক দশক অসম শাসন করেছে কংগ্রেস। কিন্তু ব্রহ্মপুত্র নদীতে মাত্র ৩টি ব্রিজ তৈরি করেছে। অথচ বিজেপি সরকার আসার পর গত ১০ বছরে এমন ৬টি ব্রিজ তৈরি করেছি আমরা।” অসমের অর্থনৈতিক উন্নতির প্রশংসা করে মোদী আরও বলেন, “বর্তমানে ভারত বিশ্বের মধ্যে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। এই আর্থিক উন্নতির জোয়ারে অসমের যগদান ১৩ শতাংশ। এটা সম্ভব হয়েছে ডবল ইঞ্জিন সরকারের দৌলতে। বিকশিত ভারতের যে স্বপ্ন আমরা দেখছি সেখানে উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম ভূমিকা পালন করছে।” দারাং-এর জনসভা থেকেই প্রধানমন্ত্রী ৬৩০০ কোটি টাকার একাধিক স্বাস্থ্য ও পরিকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে রয়েছে দারাং মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, নার্সিং কলেজ, জিএনএম স্কুল। এছাড়া ১,২০০ কোটি টাকায় ২.৯ কিমি দীর্ঘ নারেঙ্গি-কুরুয়া সেতু এবং ৪,৫৩০ কোটি টাকায় ১১৮.৫ কিমি দীর্ঘ গুয়াহাটি রিং রোড প্রকল্পের কাজের সূচনা শুরু করেন তিনি। এই রাস্তা অসম এবং মেঘালয়ের মধ্যে সংযোগকে আরও সহজ করবে। উল্লেখ্য, আগামী বছর অসমে বিধানসভা নির্বাচন। তাঁর আগে এই রাজ্য বিজেপির অন্যতম পাখির চোখ এই রাজ্য। সেইমতো তোড়জোড়ও শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। সেই প্রেক্ষাপটেই মোদীর এই অসম সফর।