আধুনিক যুগেও পুরাতন পদ্ধতিতে তৈরি হচ্ছে চা

IMG-20250914-WA0049

শিলিগুড়ি: ৭০ বছরের পুরনো দোকান  শিলিগুড়ি বিধান মার্কেটের  নেতাজি কেবিন। পাওয়া যায় কি কি? টোস্ট চামলেট চা এবং কফি। আর ৭০ বছর ধরে এই খাবার দিয়ে  মানুষকে মাত করে দিয়েছে নেতাজি কেবিন। আগে ছিলেন মন্টু বাগচী, এখন প্রণো বিন্দু বাগচি। প্রণব বাবু জানালেন  বাবা যা তৈরি করে গিয়েছিলেন, এবং যেভাবে শুরু করেছেন, আমি কোন কিছুই পাল্টাতে চাই না। বাবার কঠোর পরিশ্রম, আজকে আমাদের এই জায়গায় নিয়ে এসেছে। আর আমি খুশি এইভাবে চলতে গিয়ে। প্রণব বাবু আরো জানালেন  নেতাজি কেবিন চলবে নেতাজি কেবিনের মত। সত্যিই তো, এই নেতাজি কেবিনের খাবার খেতেই  ওটা বাংলা থেকে লোক আসেন, কলকাতার মানুষেরা শিলিগুড়িতে আসলেই খোঁজ করেন নেতাজি কেবিনের। কিছুই তো নেই, আবার সব আছে। এখানকার চা খেলে মনে হয় অন্য জায়গা থেকে চা খাওয়া বন্ধ করে দেব। জানালেন কলকাতার থেকে  বাসিন্দা সুবীর চৌধুরী। তিনি জানালেন অফিসের কাজে এবং পরিবার নিয়ে আমি আসি। এবং এখানকার চা খেলে আমার অন্য কিছুই লাগে না। সিকিম দার্জিলিং  এবং কোচবিহার থেকে আশা মানুষের কথাই এক। চা খাব তো নেতাজি কেবিন থেকে। প্রণব বাবু জানালেন আমি একই মান ধরে রাখতে পেরেছি তার কৃতিত্ব  আমার কর্মচারীদেরও আছে। আবার মিলিত প্রচেষ্টা এটাই তো দরকার। এভাবেই আমি চলতে চাই জানালেন প্রণব বাবু।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement