শিলিগুড়ি: শিলিগুড়িতে মহিলার সাথে টোটোর মধ্যে শ্লীলতাহানী ধৃত টোটো চালক। আজ সকাল ১২ টার সময় এই ঘটনা ঘটে শিলিগুড়ির হিল কার্ড রোডে। ওই মহিলা টোটোয় করে তার গন্তব্যস্থলে যাচ্ছিলেন তখনই এই ঘটনা ঘটে। ওই মহিলা চিৎকার করলে আশেপাশের লোকজন দৌড়ে এসে ওই টোটোচালক কে ধরে উত্তম মাধ্যম মার দেয়। পরে ওই মহিলা জানান টোটোতে উঠে বসবার পর ই ওই টোটোচালক তার সাথে দুর্ব্যবহার করে। ওই মহিলা টোটোর থেকে নেমে পড়েন। ওই মহিলা অভিযোগ করেন ওই টোটোচালক মধ্যপ অবস্থায় ছিলেন। মুখে আশ্রব্য ভাষায় গালাগালি করছিলো। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এ খবর দেওয়া হয়েছে।