কলকাতায় প্রথম চালু ডিজিটাল পিইটি-সিটি স্ক্যান

1

রুবি হাসপাতালের ৩০ বছর পূর্তি উপলক্ষে আধুনিক প্রযুক্তির সূচনা হল। ক্যানসারের চিকিৎসায় এবার ডিজিট্যাল পিইটি- সিটি স্ক্যান চালু হতে চলেছে কলকাতার বেসরকারি রুবি জেনারেল হাসপাতালে। ক্যানসার শনাক্তকরণে, অ্যানালগের চেয়েও দ্বিগুণ গতিতে কাজ করবে এই ডিজিট্যাল মেশিন বলে দাবি করছেন হাসপাতালের চিকিৎসকেরা। সুলভ মূল্যে পরিষেবা দিতে বদ্ধ পরিকর হাসপাতাল কর্তৃপক্ষ। এই চিকিৎসা পরিষেবার বিষয়ে সাংবাদিক বৈঠকে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কমল কে দত্ত জানান, প্রতিরোধমূলক অনকোলজির গুরুত্ব এবং প্যাপ স্মিয়ার, ম্যামোগ্রাম, বুকের লো ডোজ সিটি স্ক্যান (এলডিসিটি), কোলনোস্কোপি এবং প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন (পিএসএ) এর মতো সহজ ক্যান্সার স্ক্রিনিং তদন্তগুলি কীভাবে ক্যান্সারের প্রাথমিক সনাক্তকরণে সহায়তা করতে পারে সে সম্পর্কেও উল্লেখ করেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement