রাজ্যের মহিলাদের স্বনির্ভতার লক্ষ্যে ক্ষুদ্র, মাঝারি ও ছোট ব্যবসায়ীদের স্বনির্ভর করতে দিশা দেখাচ্ছে সম্পূর্ণা ইমাজিন গ্রূপ। আগামী ২০২৭ সালকে লক্ষ্য রেখে এই সংস্থার উদ্যোগে ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্পের মাধ্যমে দেশের উন্নতি এবং দেশের জিডিপি তৃতীয় স্থানে নিয়ে যাওয়ার উদ্দেশ্য নেওয়া হয়েছে বলে জানান সংস্থার কর্ণধার সন্দীপ পাল। বুধবার সংস্থার পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দক্ষিণ কলকাতার শহীদ সূর্য সেন ভবনে। এদিন প্রায় ৫০০ জন উদ্যোগী ব্যবসায়ী যারা সংস্থার সঙ্গে যুক্ত তাঁরা উপস্থিত হয়েছিলেন। কিভাবে সমাজের নিচু স্তরের মানুষের অর্থনৈতিক উন্নয়ন হবে এদিন সেই বিষয়ে আলোচনা হয়।